International

২০২৫ সালে থাইল্যান্ডে মাংকিপক্সে আক্রান্ত ৪০ জন, মৃত্যু ১৩

থাইল্যান্ডে ২০২৫ সালে এখন পর্যন্ত মাংকিপক্স (এমপক্স) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। দেশটির বিভিন্ন অঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগের বছরের তুলনায় এবারের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ২০২৪ সালে থাইল্যান্ডে মাংকিপক্সে আক্রান্ত হয়েছিল ১৭৬ জন এবং ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত মাংকিপক্সে মোট ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের আগস্টে ঘোষণা করেছিল যে, মাংকিপক্স এখনো বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে রয়ে গেছে এবং এই রোগ মোকাবেলায় বিদ্যমান সুপারিশগুলো আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

থাইল্যান্ডে এই ভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto