Trending

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরার।

ইউরোপের ২৭ দেশের এই জোট যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। সাম্প্রতিক সময়ে ইইউর নেতারা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, শুল্ক কার্যকরের আগেই ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তবে সেই আশার মাঝেই কঠোর পদক্ষেপ নিলেন ট্রাম্প।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নেয়, তবে তাদের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে।

এর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের ওপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমনকি ছোট পরিসরের বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত কিছু দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে, তাদের নতুন শুল্কহার সম্পর্কিত চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘ইইউর শুল্ক নীতি ও বাণিজ্যিক বাধার ফলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে বাণিজ্য ঘাটতির মুখে রয়েছে, তা থেকে বের হয়ে আসতে হবে।’

২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর।

এর আগে, গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। তার অংশ হিসেবে ইইউর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে আলোচনার সুযোগ দিতে ৯০ দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হয়। এর মেয়াদ শেষ হয় ৯ জুলাই। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবার আরও কঠোর পদক্ষেপ নিলেন তিনি।

শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছে মেক্সিকো। অন্যদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto