গুগল পিক্সেল-১০ আসছে বাজারে, দাম ও নতুন কী আছে

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই নতুন সংস্করণ উন্মোচনের প্রচার চালানো হচ্ছে। শুরুতেই বাজারে ছাড়া হবে পিক্সেল-১০। পরে আসবে এই সিরিজের আরও কয়েকটি ধরন বা ভ্যারিয়েন্ট।
গুগল জানিয়েছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার ‘মেড বাই গুগল’ ইভেন্টে এই ফোন গ্রাহকদের সামনে তুলে ধরা হবে। ভারতের বাজারে পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বাংলাদেশে পিক্সেল ফোনের অনুমোদিত কোনো বিক্রয়কেন্দ্র নেই।
ফোনটির উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে ‘মেড বাই গুগলের’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ফোনটির বেশকিছু ফিচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তির তথ্যভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ। এতে বলা হয়েছে, চলতি বছর পিক্সেল-১০ এর আরও তিনটি ধরন বাজারে আসতে পারে। এগুলো হলো, পিক্সেল-১০ প্রো, পিক্সেল-১০ প্রো এক্সএল এবং পিক্সেল-১০ প্রো ফোল্ড।
সব মডেলই গুগলের নতুন টেনসর জি-৫ চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এই চিপের সঙ্গে একটি কাস্টম ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) যুক্ত থাকতে পারে। যা ছবি ও ভিডিওর মান আরও উন্নত করবে।
ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ফোনের ক্যামেরা নিয়ে। বলা হচ্ছে, পিক্সেল-১০ ও পিক্সেল প্রো ফোল্ড ভ্যারিয়েন্টে থাকবে পিক্সেল ৯-এ’তে ব্যবহৃত আল্ট্রা ওয়াইড সেন্সর। থাকতে পারে টেলিফটো পেরিস্কোপ লেন্স। চারটি মডেলই কিউআই-২ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।
পিক্সেল-১০ এর রঙ হবে রয়াল ব্লু। আরও থাকবে হলুদ, হালকা বেগুনি ও গাঢ় ধূসর। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভারতের বাজারে পিক্সেল-১০ এর দাম ৭৫ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে থাকতে পারে। যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি স্টোরেজের দাম ৭৯৯ ও ২৫৬ জিবির দাম হতে পারে ৮৯৯ মার্কিন ডলার।