মিশিগানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বর্ষপূর্তিতে বিজয় র্যালী-সমাবেশ

‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ’ এক বছরপূর্তি উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার হেমট্রামিক সিটি কাউন্সিলে এমন আয়োজনের প্রাথমিক সূচনা করা হয়।
বিএনপি নেতা দেওয়ান আকমল হোসেন,সেলিম আহমেদ, মন্জুরুল করিম তুহিনের সার্বিক তত্বাবধানে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি, মিশিগানের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচীতে অংশ নেন, বিএনপি, জামায়াত নেতা-কর্মী ছাড়াও প্রবাসী বহু সাধারন নাগরিক।
হেমট্রামিক সিটি কাউন্সিল প্রাঙ্গন থেকে ওই বিজয় র্যালী শুরু হয়ে তার পরিসমাপ্তি ঘটে একই স্থানে। একই সময় ফ্যাসিবাদ বিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,আগামী বছরেও একই ভাবে মিশিগানে কর্মসূচী হাতে নেয়া হবে।# নিজস্ব সংবাদদাতা, যুক্তরাষ্ট্র থেকে।