বাকিকর্মী-লেখকদেরও ছাঁটাই করল ন্যাশনাল জিওগ্রাফিক
ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর একটি প্রচ্ছদ।
বিশ্বখ্যাত সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক তাদের অবশিষ্ট কর্মী–লেখকদের ছাঁটাই করেছে। ১৮৮৮ সালে প্রথম প্রকাশিত হওয়ার প্রায় এক শতাব্দী পর সাময়িকীটি গতকাল বুধবার এই ছাঁটাই করল।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর বিপুল জনপ্রিয় ন্যাশনাল জিওগ্রাফিকের বিক্রির জায়গাটিও বন্ধ হয়ে যাবে।
প্রতিষ্ঠানটির বেশ কিছু সম্পাদকীয় সদস্যের টুইট থেকে জানা গেছে, গতকাল ন্যাশনাল জিওগ্রাফিকের ১৯ জন লেখককে ছাঁটাই করা হয়েছে।
ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ লেখক ক্রেইগ এ ওয়েলশও আছেন। তিনি টুইটে লিখেছেন, ‘ন্যাশনাল জিওগ্রাফিকের নতুন সংখ্যা মাত্র এসেছে। এই সংখ্যায় আমার সর্বশেষ ও ১৬তম প্রতিবেদনটি আছে। এটাই আমার জ্যেষ্ঠ লেখক হিসেবে শেষ কাজ। ন্যাশনাল জিওগ্রাফিক সব কর্মী–লেখককে ছাঁটাই করছে। অবিশ্বাস্য ও গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পেরেছি বলে আমি খুবই ভাগ্যবান। এটি আমার জন্য সম্মানের বিষয়।’
সাময়িকীটির লেখক ও সম্পাদক নিনা স্ট্রোক্লিকও চাকরি ছাঁটাইয়ের খবরটি টুইটারে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি ও সহকর্মীরা অবিশ্বাস্যভাবে ভাগ্যবান ছিলাম যে সাময়িকীর শেষ কর্মী স্টাফ লেখক হতে পেরেছি।’
ন্যাশনাল জিওগ্রাফিকের মূল প্রতিষ্ঠান ডিজনির ব্যয় কমানোর অংশ হিসেবে সাময়িকীটির এটা ছিল কর্মী ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশনাটি গত সেপ্টেম্বরে শীর্ষ ছয়জন সম্পাদককে অপসারণসহ ২০১৫ সাল থেকে বেশ কয়েকবার মালিকানার পরিবর্তনের মাধ্যমে অনেক সম্পাদকীয় পরিবর্তন দেখেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িকীটি এখন বাকি সম্পাদকদের সাহায্যে ফ্রিল্যান্স লেখকদের নিয়োগ দেবে।
সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে সাময়িকী কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পাদকীয় পরিবর্তন নীতি ও কর্মী ছাঁটাই মাসিক প্রকাশনা ও কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।