ইউরেনাসের নতুন চাঁদ খুঁজে পেল নাসা

ইউরেনাস গ্রহের আশপাশে নতুন একটি চাঁদ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ছোট্ট এ নতুন চাঁদটি কেবল ১০ কিলোমিটার চওড়া ও এটি ইউরেনাসের আশপাশে ঘুরে বেড়ানো চাঁদ পরিবারের ২৯তম সদস্য। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
বিজ্ঞানীদের অনুমান, নতুন চাঁদটি এতদিন লুকিয়ে থাকতে পেরেছে কেবল এর ছোট আকারের জন্য নয় বরং ইউরেনাসের অন্যান্য চাঁদের তুলনায় এটি খুব ধীরে আলো বিচ্ছুরণ করে বা এর অল্প উজ্জ্বলতার কারণেও। ফলে আগের বিভিন্ন পর্যবেক্ষণে যেমন প্রায় ৪০ বছর আগে গ্রহটির পাশে দিয়ে যাওয়া ভয়েজার ২ মহাকাশযানের সময়েও ধরা পড়েনি এই চাঁদ। গবেষকদের মতে, গ্রহটির আশপাশে এখনো অনেক এ ধরনের বস্তু লুকিয়ে থাকতে পারে, যেগুলো এখনো অনাবিষ্কৃত হিসেবেই রয়েছে।
এক বিবৃতিতে এ গবেষণা দলের সদস্য ও সেটি ইনস্টিটিউটের ম্যাথিউ টিসকারেনো বলেছেন, ইউরেনাসের মতো এত বেশি ছোট ছোট আকারের চাঁদ আর কোনো গ্রহের নেই। এসব চাঁদ ও ইউরেনাসের বলয় একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত, যা ইউরেনাসের অতীত সম্পর্কে অগোছালো বা বিশৃঙ্খল ইতিহাসেরই ইঙ্গিত দেয়। এ বিশৃঙ্খলতা এতটাই বেশি ছিল যে, কখন কোনটা রিং আর কোনটা চাঁদ, সেই সীমারেখা বোঝা কঠিন হয়ে গিয়েছে। পাশাপাশি এ নতুন চাঁদটি আগের পরিচিত অন্যান্য চাঁদের চেয়ে আকারে ছোট এবং অনেক কম উজ্জ্বল।