রাশিয়ায় ভয়াবহ পাল্টা হামলা চালালো ইউক্রেন

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারকে লক্ষ্য করে শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ৩৬১টি ড্রোন নিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারকে লক্ষ্য করে শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ৩৬১টি ড্রোন নিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং চারটি গাইডেড বোমা ও একটি হিমার্স ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।
লেনিনগ্রাদ গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, কিরিশি এলাকায় অন্তত তিনটি ড্রোন ধ্বংস হয়েছে, যার ধ্বংসাবশেষে অগ্নিকাণ্ড হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউক্রেন হামলাকে ‘সফল আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।
কিরিশি তেল শোধনাগার রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি, যার বার্ষিক পরিশোধন ক্ষমতা দেশীয় মোট উৎপাদনের ৬.৪ শতাংশ।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি খাতকে আরো চাপে ফেলার প্রস্তুতি জানিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়ন ২০২৮ সালের মধ্যে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে।