জার্মানিতে আবারো মুদ্রস্ফীতি, বাড়ছে জিনিসের দাম
জার্মানিতে আবারো মুদ্রস্ফীতি, বাড়ছে জিনিসের দাম – ছবি : সংগৃহীত
জার্মানিতে গত চার মাসে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছিল। আবারো তা বেড়েছে। মুদ্রাস্ফীতির পরিমাণ এখন ছয় দশমিক চার শতাংশ।
ক্রমাগত বাড়ছে জিনিসপত্রের দাম। মাথায় হাত ক্রেতাদের। জার্মানির এ অবস্থার জন্য দায়ী মুদ্রাস্ফীতি।
বিশেষজ্ঞেরা জানিয়েছেন, গত এক কোয়ার্টারে, অর্থাৎ শেষ চার মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ আটকানো সম্ভব হয়েছিল। বরং তা কমতে শুরু করেছিল। কিন্তু জুন মাসে আবারো তার বাড়তে শুরু করেছে। মে মাসে দেশের মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ছয় দশমিক এক শতাংশ। জুনে তা বেড়ে হয়েছে ছয় দশমিক চার শতাংশ। ফলে, গত বছর জুন মাসের সাথে তুলনা করলে মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক বেশি। এ কারণেরই জিনিসপত্রের দাম বাড়ছে।
প্রশাসন জানিয়েছে, কোনো কোনো খাবারের দাম ১৩ দশমিক সাত শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে ওই তুলনায় বিদ্যুতের দাম ততটা বাড়েনি। বিদ্যুতের দাম বেড়েছে তিন শতাংশ।
২০২২ সালের শেষেই জার্মানিতে অর্থনৈতিক মন্দা ঘোষণা করা হয়েছিল। ২০২৩ সাল জুড়ে মন্দার প্রভাব দেখা যাবে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। কিন্তু ২০২৩ সালের প্রথম কোয়ার্টারে বলা হয়েছিল, মন্দার প্রভাব যতটা পড়বে বলে ধারণা করা হচ্ছিল, বাস্তব পরিস্থিতি ততটা খারাপ নয়। বস্তুত, শেষ চার মাসে মুদ্রাস্ফীতিও কমতে শুরু করেছিল। কিন্তু জুনে আবারো মুদ্রাস্ফীতি বৃদ্ধি বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।