Bangladesh

৬৯.৪% তরুণের মতে, বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান বাধা ‘দুর্নীতি’: সমীক্ষা

জরিপে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবরা অংশগ্রহণ করেন।

৬৯.৪ শতাংশ তরুণের মতে, বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান বাধা হলো ‘দুর্নীতি ও স্বজনপ্রীতি’। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

দেশের তরুণদের দৃষ্টিভঙ্গি জানতে পরিচালিত ‘ইয়ুথ পারস্পেক্টিভ ইন দ্য কারেন্ট ন্যাশনাল কনটেক্সট’ জরিপ অনুযায়ী, দেশের উন্নয়নে দুর্নীতি ছাড়াও আরও যে বাধাগুলো রয়েছে তারমধ্যে দ্বিতীয়টি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব (৪৬.৫ শতাংশ), এরপরে রয়েছে স্বজনপ্রীতির প্রবণতা (৩২.৬ শতাংশ) এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা সমন্বয়ের অভাব (২৮.১ শতাংশ)।

শনিবার (১৪ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘যুব সম্মেলন-২০২৩’-এ জরিপের ফলাফল তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

জরিপে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবরা অংশগ্রহণ করেছেন।

কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় সাড়ে ১৬ কোটি। এদের বড় একটি অংশই হচ্ছে তরুণ, যাদের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে। 

প্রতি দশকে এই বয়সীদের সংখ্যা ও অনুপাত বাড়ছে। ২০০১ সালে তরুণের সংখ্যা ছিল ২৯ শতাংশ, ২০১১ সালে ২৯.৫ শতাংশ এবং ২০২২ সালে তা এসে দাঁড়িয়েছে ৩৩.৫ শতাংশে।

২০০৮ সালের নির্বাচনের পরে নতুন ভোটার হয়েছে ৩.৫ কোটি যুব।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “সুতরাং বাংলাদেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনাময় জনশক্তি হচ্ছে যুবরা।”

তিনি বলেন, “এই যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যুক্ত করতে আমরা কতখানি সফল, কতখানি কার্যকর, কতখানি ফলপ্রসূ– এই প্রশ্নটি বারবার আমাদের সামনে আসছে। এই প্রশ্নের ভিতরে আরেকটি বড় জিজ্ঞাসা যেটি আসবে, তা হলো– রাষ্ট্র, দেশ, রাজনীতি, সমাজনীতি, পেশা পরিচালনার ক্ষেত্রে ঘরসমাজের ভূমিকা আমরা বজায় রাখতে পারছি কিনা, যে ভূমিকা বাড়ানোর একটি বড় জায়গা হল গণতন্ত্রের চর্চা।”

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, “সামনের নির্বাচনে আমরা যুব সমাজের অংশগ্রহণকে আরও জোরদারভাবে দেখতে চাই। আশা করি, নির্বাচন নিয়ে যে সমস্ত সংশয়, বিভ্রান্তি বা যে সমস্ত উদ্বেগ আছে সেগুলো আগামী দিনে কেটে যাবে।” 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button