যুব বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮%, জাতীয় স্তরের দ্বিগুণেরও বেশি
বাংলাদেশে ১৫ থেকে ২৯ বয়সী মানুষ আছে ২ কোটি ৬৮ লাখ। এরমধ্যে ২১.৫ লাখ মানুষ বা ৮%-ই বেকার। অথচ জাতীয়ভাবে বেকারত্বের হার (৩.৫৩%) সম্পূর্ণ ভিন্ন এক চিত্র প্রকাশ করে।
২০২২ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে যুব বেকারত্বের হার। জাতীয় স্তরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে যুব বেকারত্বের হার। বুধবার প্রকাশিত চূড়ান্ত শ্রমশক্তি সমীক্ষা প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
বাংলাদেশে ১৫ থেকে ২৯ বয়সী মানুষ আছে ২ কোটি ৬৮ লাখ। এরমধ্যে ২১.৫ লাখ মানুষ বা ৮%-ই বেকার। অথচ জাতীয়ভাবে বেকারত্বের হার (৩.৫৩%) সম্পূর্ণ ভিন্ন এক চিত্র প্রকাশ করে।
এক্ষেত্রে উদ্বেগের আরেকটি বিষয় হলো, এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ (২৭.৮%) এর বিশ্ববিদ্যালয় বা সমমানের ডিগ্রী রয়েছে। ২৩.৮% মাধ্যমিক পাস এবং ১৯.৭% উচ্চ মাধ্যমিক পাস।
বেকার যুবকদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক, ৭০.৯% গ্রামাঞ্চল থেকে এসেছে, বাকিরা শহরাঞ্চলের।
যুব শ্রমশক্তির মোট সংখ্যার তুলনায় বেকার যুবকদের অনুপাত হিসাব করে যুব বেকারত্বের হার প্রকাশিত হয়।
১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে আনুমানিক ২৫.৮ লক্ষ বেকার। পুরুষের মধ্যে ১৬.৬ লক্ষ বেকার এবং নারীদের মধ্যে ৯.২ লক্ষ বেকার। এদের মধ্যে ১৬.৭ লাখ মানুষের বয়স ১৫-২৪ এবং ৮.৯ লাখ মানুষের বয়স ২৫ বছর বা তার বেশি।
গ্রামীণ এলাকার ১৮.১ লক্ষ এবং শহরের ৭.৭ লক্ষ লোক বেকার।
নারী বেকারত্বের হার কমেছে
জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৩.৫৩%। নারীদের বেকারত্বের হার ৩.৫৯% যা পুরুষদের প্রায় সমান (৩.৫০%)।
বিবিএস রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে বেকারত্বের হার ছিল ৪.৬%, যেখানে পুরুষের মধ্যে বেকারত্বের হার ছিল ৪.১% এবং নারীদের বেকারত্বের হার ছিল ৫.৮%।