Science & Tech

৫০০ কিমি চলতে পারে মেগা বিস্ট

নতুন বিদ্যুৎচালিত স্কুল বাস বানিয়েছে গ্রিনপাওয়ার নামে কানাডীয় এক কোম্পানি। তাদের তৈরি এই ইভি স্কুল বাসের নাম মেগা বিস্ট। বাসটিতে রয়েছে ৩৮৭ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি সুবিধা, যা দিয়ে প্রতি ঘণ্টায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। এর পাশাপাশি বাসটি ৯০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে। গ্রিনপাওয়ার বলেছে, এই ‘লং হুইলবেস টাইপ-ডি’ মডেলে স্কুল বাস বাজারের সবচেয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়ার ক্ষমতা ও সবচেয়ে বড় ব্যাটারি প্যাক রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি প্যাক, যা উচ্চমাত্রার বিদ্যুৎ সরবরাহ করে। পাশাপাশি এর স্থায়িত্বও সাধারণ ইভির তুলনায় দীর্ঘ।

মেগা বিস্ট হলো গ্রিনপাওয়ারের ২২৫ কিলোমিটার ইভি স্কুল বাসের আপডেটেড সংস্করণ, যা ঘণ্টায় ১৯৭.৩ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আর এর বিস্ট শব্দের পূর্ণরূপ হলো ব্যাটারি ইলেকট্রিক অটোমেটিভ স্কুল ট্রান্সপোর্টেশন। কোম্পানি বলছে, আগের সংস্করণের চেয়ে নতুন বাসে ব্যাটারি সক্ষমতা দ্বিগুণ করার পাশাপাশি অতি ঢালু রাস্তায় ওঠার বেলাতেও তুলনামূলক ভালো কাজ করে এটি।

Show More

8 Comments

  1. I have been exploring for a bit for any high quality articles or weblog posts in this kind of space .
    Exploring in Yahoo I finally stumbled upon this web site.

    Studying this info So i’m glad to exhibit that I’ve a very excellent uncanny feeling I came upon exactly what I needed.
    I so much no doubt will make certain to don?t disregard
    this site and provides it a look regularly.

    Also visit my page … vpn coupon ucecf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button