Bangladesh

ঘাটাইলে গণগ্রেপ্তার এড়াতে মানবেতর জীবনযাপন করছেন বিএনপি’র নেতাকর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে গণগ্রেপ্তার, জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপি’র উচ্চপর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূলের নেতাকর্মীরা। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গায়েবি রাজনৈতিক মামলা-হামলাসহ রাতে বাড়িতে ঘুমাতে না পেরে ধান ক্ষেতে, জঙ্গলে, পুকুর পাহারা দেয়ার মাচায়, মানুষের রান্না ঘরসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতে মানবেতর রাত্রীযাপন করছেন। খাওয়া-দাওয়ার কোনো বালাই নেই। অর্ধাহারে অনাহারে কাটছে তাদের জীবন। সহসাই এ অবস্থার উন্নতি হবে এমনটাও লক্ষ্য করা যাচ্ছে না। ফলে বিএনপি’র এই আন্দোলন আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র নেতারা। জানা যায়, ঘাটাইল উপজেলায় গত ২৮শে তারিখের পর থেকে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন বিভিন্ন পর্যায়ের নেতা। 

এদের মধ্যে দেউলাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবদল নেতা মো. উজ্জ্বল মিয়া, সন্ধানপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য ও বিএনপি নেতা জালাল মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম, সাগরদীঘি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, আনেহলা ইউনিয়নের কৃষক দল নেতা মো. আলম মিয়া, ঘাটাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল আজিম রানা, লোকের পাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো. মানিক মিয়াসহ কমলাপাড়া গ্রামের দুই ছাত্রদল কর্মী। এ ছাড়াও আরও বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাছির। তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার করিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button