অদৃশ্য হবে মঙ্গল গ্রহ!
নাসা মঙ্গল গ্রহ সম্পর্কে নতুন তথ্য পেয়েছে। আর সেই তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা মনে করছেন, অদৃশ্য হতে চলেছে মঙ্গল গ্রহ। বিজ্ঞানীদের মতে, এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাচ্ছে না। তবে মাত্র দুই সপ্তাহের জন্য এটিকে দেখা যাবে না। এমনকি কোনোভাবে যোগাযোগও করা যাবে না। এমনটা ঘটবে সৌর সংযোগের কারণে। সৌরজগতে প্রতিবছর সৌর সংযোগ ঘটে। এই সময়ে সূর্য মঙ্গল ও পৃথিবীর মধ্যে থাকে। এই কারণে দুটি গ্রহের মধ্যে একটি রেখা তৈরি হয়ে যায়, ফলে মঙ্গলের সঙ্গে পৃথিবীর কোনো যোগাযোগ থাকে না। পৃথিবীও মঙ্গলের কাছে অদৃশ্য হয়ে যায়।
প্রায় দুই সপ্তাহের জন্য পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। এর মানে, পৃথিবীর কাছে মঙ্গল গ্রহের কোনো অস্তিত্ব থাকবে না। নাসার একটি রিপোর্ট অনুসারে, এই সৌর সংযোগটি চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রতি দুই বছরে একবার হয়, এই সময়ে মঙ্গল গ্রহের সঙ্গে মহাকাশ সংস্থার সংযোগ বা তার কক্ষপথে থাকা যে কোনো মহাকাশযানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সৌর জগতে গ্রহ রয়েছে নয়টি। এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও সর্বশেষ প্লুটো। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা গত দুই দশক ধরে নয়টি গ্রহের ওপর বিশেষভাবে নজর রেখেছে। আর সেই সময় থেকেই মঙ্গল গ্রহে প্রাণের আশা করছে বিজ্ঞানীরা।