Uncategorized

ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেবে না কানাডা সরকার

প্রতীকী ছবি

ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। গতকাল বুধবার দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী পাবলো রদ্রিগুয়েজ এ ঘোষণা দিয়েছেন। একটি নতুন আইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের মধ্যে এমন সিদ্ধান্ত নিল কানাডা।

গত মাসে কানাডায় অনলাইন নিউজ অ্যাক্ট বা সি-১৮ বিলটি আইনে পরিণত হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর হওয়ার কথা। এই আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সংবাদসংক্রান্ত বিজ্ঞাপন থেকে আয়ের একটা অংশ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দিতে হবে।

মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং অ্যালফাবেটের মালিকানাধীন গুগল শুরু থেকেই এ আইনের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। এরই মধ্যে মেটা বলেছে, আইনটি কার্যকর হলে কানাডায় তাদের প্ল্যাটফর্মগুলোতে সংবাদ প্রকাশ করতে দেওয়া হবে না। আর অ্যালফাবেট বলেছে, দেশটিতে গুগল সার্চ ফলাফলে সংবাদের কোনো তথ্য বা লিংক তারা দেখাবে না।

আইনটি কার্যকরের জন্য এরই মধ্যে বিধিমালা চূড়ান্ত করছে কানাডার সরকার। এ অবস্থায় ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রদ্রিগুয়েজ জানিয়েছেন, ২০২২ সালে কানাডায় বিজ্ঞাপন বাবদ রাজস্বের ৮০ শতাংশই (প্রায় ১ হাজার কানাডীয় ডলার) গেছে গুগল ও ফেসবুকের পকেটে। কানাডার সরকার চায়, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলো রাজস্ব ভাগাভাগির মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখুক।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ফেসবুক ও গুগল অনলাইন বিজ্ঞাপন বাজারের বেশির ভাগ দখল করে নেওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছে।

রদ্রিগুয়েজের তথ্যমতে, কানাডা সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুক ও ইনস্টাগ্রাম বছরে প্রায় ১ কোটি কানাডীয় ডলারের আয় হারাবে।

অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রদ্রিগুয়েজ বলেছেন, কানাডার সরকার এখনো বিরোধ মিটমাটের আশা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার পথ এখনো খোলা আছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button