USA

পাস হলো মার্কিন ইতিহাসের সবথেকে বড় সামরিক বাজেট

মার্কিন হাউস ও সিনেটে পাস হয়েছে ২০২৪ সালের সামরিক বাজেট। এর আকৃতি দাঁড়িয়েছে রেকর্ড ৮৮৬ বিলিয়ন ডলারে। গত বছরের তুলনায় এ বছর বাজেট বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। এই বাজেটে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বাজেটে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
বৃহস্পতিবার এ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট হয়। এতে এই বাজেটের পক্ষে ভোট দেন ৩১০ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১১৮ জন। এরপর সিনেটে এর পক্ষে ভোট পরে ৮৭টি এবং বিরুদ্ধে পরে ১৩টি। এই বিলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫.২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের আকৃতি বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ।

এছাড়া অস্ত্র কেনা হবে ১৬৮ বিলিয়ন ডলারের। গবেষণায় ব্যয় হবে ১৪৫ বিলিয়ন ডলার এবং পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button