মরুভূমিতে মিলল ৫শ’ বছর পুরনো স্বর্ণমুদ্রা ভর্তি জাহাজ
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নামিবিয়ায় একটি মরুভূমিতে আবিস্কৃত হয়েছে ৫শ’ বছর আগের স্বর্ণমুদ্রা ভর্তি একটি জাহাজ। মরুভূমিতে হীরা খনির অভিযানের সময় এটির অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়। বম জেসাস নামক পর্তুগিজ এই জাহাজটি ১৫৩৩ সালের ৭ মার্চ শুক্রবার পর্তুগালের লিসবন থেকে রওনা হয়েছিল। যখন এটি একটি প্রচ- ঝড়ের মধ্যে ডুবে যায়, তখন এটি স্বর্ণ ও তামার খন্ড ভরে ভারতে যাচ্ছিল। বম জেসাসে দুই-হাজার খাঁটি স্বর্ণ মুদ্রা এবং কয়েক হাজার কেজি তাম্র খন্ড আবিষ্কৃত হয়েছে, প্রায় সবই অক্ষত। অনুমান করা হচ্ছে যে, নামিবিয়ার উপকূলে একটি ঝড়ে তীরের দিকে যাওয়ার সময় পাথরের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে গিয়েছিল। বর্তমানে বোম জেসাস হল আফ্রিকার পশ্চিম উপকূলে সাহারায় আবিষ্কৃত প্রাচীনতম এবং সবচেয়ে মূল্যবান জাহাজের ধ্বংসাবশেষ।
সাউদার্ন আফ্রিকা ইনস্টিটিউট অফ মেরিটাইম আর্কিওলজিক্যাল রিসার্চের প্রধান প্রতœতত্ত্ববিদ ড. নলি এবং অন্যান্য বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে জাহাজটি আফ্রিকার দক্ষিণে পর্তুগালের লিসবন থেকে পশ্চিম ভারতের দিকে যাচ্ছিল। এটি অনুরূপ পর্তুগিজ জাহাজগুলির জন্য একটি সাধারণ যাত্রাপথ। নোলির দল একটি মূর্তি খুঁজে পেয়েছে, যা কমপক্ষে ৫শ’ বছর পুরানো বলে অনুমাণ করা হচ্ছে। এছাড়াও তারা এটি কম্পাস, তলোয়ার, জ্যোতিষী সরঞ্জাম, কামান এবং এমনকি একটি টাইম ক্যাপসুলও খুঁজে পেয়েছে। জাহাজটিতে রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে। যে অঞ্চলে জাহাজটি পাওয়া গিয়েছে তাকে বলা হয় স্পেরর্গবিয়েট বা নিষিদ্ধ অঞ্চল। হিরা বিক্রির প্রতিষ্ঠান দেবিয়ার্স এবং নামিবিয়ান সরকার এখনও এলাকাটিতে যৌথ অভিযান চালিয়ে থাকে এবং এলাকাটি মূলত সংরক্ষিত।