Bangladesh

ট্রেনে আগুন: জাতিসংঘের মাধ্যমে তদন্ত চায় বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী সরকার আন্দোলনে দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে এমন দাবি করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ আগুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক দাবি করে দলটি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তও চেয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।

বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্র্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা। আমি এই ঘটনায় ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। গত ২০১৪ ও ‘১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদদপুষ্ট দুস্কৃতিকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের ঘটনাসহ সম্প্রতি সেই মনুষ্যত্বহীন প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনার দ্বারা সেই পুরনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে অবিলম্বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও অগ্নিদগ্ধ হয়ে অনেককে মারাত্মক জখম করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button