ভারি তুষারপাত যুক্তরাষ্ট্রে, জনজীবন স্থবির
স্মরণকালের ভয়াবহ তুষারপাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন-রাতে যেন এক সুনসান নিরবতা পালন করছে।
বৃহস্পতিবার থেকে একটানা ভারী তুষারপাত। মাঝে মঝে পড়ছে ভারী যা এখনো অব্যাহত তুষার। সেই সাথে হালকা বৃষ্টিপাত আর ধমকা হাওয়ার কারণে ঠাণ্ডায় অনেক লোকজন নিজ নিজ বাসা বাড়ি থেকে বের হচ্ছে না।
হোটেল-রেষ্টুরেন্ট সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলো একেবার নিস্তেজ হয়ে গেছে সড়ক পথ গুলোতে সাধারণত কোন ছোট বড় যানবাহন বের হচ্ছে না। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছন না পরিবারের কোন সদস্য। তুষারে ঢেকে গেছে সর্বত্র।
বাসায় ইলেকট্রনিক হিটার চালিয়েও গৃহিনী সহ পরিবারের সদস্যরা ঠাণ্ডা থেক মুক্ত হতে পারছেন না। কর্মস্থলে যেতে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন নানান দেশীয় নাগরিকরাও হিমশিম খাচ্ছেন।