আর্থিক জরিমানার মধ্যেই এবার বাজারে এল ডোনাল্ড ট্রাম্পের জুতা
ডোনাল্ড ট্রাম্প আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসে ফিরে আসার চেষ্টা করছেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘Sneaker Con’ নামের একটি অনুষ্ঠানে ‘Trump Sneakers’ নামে একটি জুতা উদ্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে GetTrumpSneakers.com ওয়েবসাইটে বিক্রি হওয়া জুতাটির নাম “নেভার সারেন্ডার হাইটপ স্নিকার ”। এই জুতার দাম ৩৯৯ ডলার। এক রাতের মধ্যেই সব জুতা বিক্রি হয়ে গেছে বলে ওয়েবসাইটটি জানায়। যদিও এতে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ তিন জোড়া জুতা কিনতে পারবেন। GetTrumpSneakers.com নামের এই ওয়েবসাইটে এই স্নিকারের আরও দুটি সংস্করণও বিক্রি হচ্ছে। ‘টি রেড ’ ও ‘৪৫’ নামের সোনালী রঙের জুতাগুলো ১৯৯ ডলারে বিক্রি হচ্ছে। ট্রাম্পের নাম সম্বলিত কোলন ও পারফিউম বিক্রি হচ্ছে ৯৯ ডলারে।
ট্রাম্প স্নিকার প্রেমীদের বিশাল ভিড়ের সামনে দাঁড়িয়ে বলেন -‘আমি গত ১২-১৩ বছর ধরে এটা নিয়ে কথা বলছি এবং আমার ধারণা, এটা খুবই সফল হবে’।ইউএসএ, ইউএসএ” স্লোগানে পরিপূর্ণ ছিলো গোটা হল। এদিকে সম্প্রতি প্রতারণা মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ট্রাম্প অর্গানাইজেশনকে প্রায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, তিন বছরের জন্য নিউ ইয়র্কের কোনও প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন না ট্রাম্প।