Science & Tech

কম সময়ে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে সক্ষম এআই টুল!

অস্ট্রেলিয়ার একদল গবেষক এমন এক কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন, যা আরো কম সময়ে ও সঠিকভাবে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক।

শুক্রবার প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায়, তাদের এই টুল যে ডিপ লার্নিং মডেল ব্যবহার করেছে, তার নাম ডেপ্লয় (DEPLOY)। টুলটি মস্তিষ্কের টিউমারকে সঠিকভাবে গুরুত্বপূর্ণ ১০ উপধরনে শনাক্ত করতে সক্ষম, যা রোগীর মস্তিষ্কের টিস্যুর আণুবীক্ষণিক ছবি বিশ্লেষণ করে এই কাজ করে থাকে।

এএনইউ-এর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের এই প্রকল্পের সহ-প্রধান দান-তাই হোয়াং বলেন, মস্তিষ্কের টিউমার শনাক্ত এবং তা নানা ধরনে ভাগ করার জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে তাতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় এবং সহজে উপলব্ধও না। এ পদ্ধতিটি হচ্ছে ডিএনএ মিথাইলেশন ভিত্তিক প্রোফাইলিং প্রক্রিয়া। সে তুলনায় এআই টুলটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল সরবরাহ করতে সক্ষম।

হোয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ডেপ্লয় ৯৫ শতাংশের অভূতপূর্ব নির্ভুলতা অর্জন করেছে।’

ডেপ্লয়কে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় চার হাজার রোগীর তথ্যের মাধ্যমে প্রশিক্ষিত এবং যাচাই করা হয়েছে।

হোয়াং বলেন, ভবিষ্যতে এটি কোনো প্যাথলজিস্টের প্রাথমিক রোগ নির্ণয়ে যুক্ত করতে বা ভিন্ন ফলাফল খুঁজে পেলে পুনরায় মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে।

গবেষকরা বিশ্বাস করেন, টুলটি অন্যান্য ধরনের ক্যান্সার শ্রেণিবদ্ধকরণে সহায়তা করতে ব্যবহার করা যেতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button