International
চীনা ড্রাগন বর্ষের ডাকটিকিট প্রকাশ করবে জাতিসংঘ
জাতিসংঘের ডাক ব্যবস্থাপনা ব্যুরো আগামী ১৯ জানুয়ারি নিউইয়র্কে চীনা পঞ্জিকার ড্রাগন বর্ষের ডাকটিকিট প্রকাশ করবে।
এ পদক্ষেপ চীনা পঞ্জিকার নববর্ষ উদযাপনে সহায়তা করবে।
এবারের ড্রাগন বর্ষের ডাকটিকিটের সংস্করণ ১০টি ডাকটিকিট নিয়ে গঠিত। প্রত্যেকটির মূল ১.৫ মার্কিন ডলার।
প্রতিটি ডাকটিকিটের বাম দিকে জাতিসংঘের প্রতীক রয়েছে। ডান দিকে চীনা নকশাকার ‘ফান হু’–এর তৈরি—ভাগ্যবান মেঘের ছবি রয়েছে।