Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Science & Tech

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড আনল অ্যাপল

এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এই ডিভাইসে এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ারের এই নতুন সংস্করণ এম১ আইপ্যাড এয়ারের চেয়েও দ্বিগুণ গতিসম্পন্ন।

জানা যায়, এম৩ চিপের ফলে আইপ্যাড এয়ারে উন্নত গ্রাফিকস দেখা যাবে এবং এটি ডায়নামিক ক্যাশিং সাপোর্টসহ এসেছে, যা অন্যান্য এম৩ মডেলেও পাওয়া যায়। ফলে এই ডিভাইসে কর্মক্ষমতা ও রেসপন্স টাইম আরও উন্নত হয়েছে।

নতুন আইপ্যাড এয়ার চলবে আইপ্যাড ওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারও রয়েছে। এসব এআই ফিচারের রয়েছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ রাইটিং টুল, টাইপ টু সিরি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং জেনমোজি তৈরির সুবিধা। এ ছাড়া, আইপ্যাড এয়ারের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারে ফটো ও গ্রাফিকস এডিটের জন্য ক্লিন আপ টুল (ফটোজ অ্যাপে) ও ইমেজ ওয়ান্ড টুল (নোটস অ্যাপে) রয়েছে, যা অ্যাপল পেনসিলের মাধ্যমে কাজ করে।

এ ছাড়া, অ্যাপল একটি নতুন ম্যাজিক কিবোর্ড উন্মোচন করেছে। এতে বড় আকারের ট্র্যাকপ্যাড, নতুন ১৪-কি ফাংশন রো, একটি ইউএসবি সি পোর্ট এবং ব্লুটুথ ছাড়াই আইপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্মার্ট কানেক্টর ফিচার রয়েছে।

অ্যাপলের সিইও টিম কুক গতকাল মঙ্গলবার এক এক্স পোস্টে এই পণ্য উন্মোচনের আভাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন-‘দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার’। 

আইপ্যাড এয়ারের দাম ও রং

নতুন আইপ্যাড এয়ার ১১ ও ১৩ ইঞ্চি সংস্করণে আসবে এবং এটি ধাতব নীল, গোলাপি, হলুদ ও সিলভার রঙে পাওয়া যাবে। ওয়াইফাই মডেলের ১১ ইঞ্চির দাম শুরু হবে ৫৯৯ ডলার থেকে এবং ১৩ ইঞ্চির দাম ৭৯৯ ডলার থেকে শুরু। ৪জি মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৯৪৯ ডলার।

ম্যাজিক কিবোর্ডের দাম

নতুন ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হবে ১১ ইঞ্চি মডেলের জন্য ২৬৯ ডলার এবং ১৩ ইঞ্চি মডেলের জন্য ৩১৯ ডলার। এ ছাড়া, নতুন আইপ্যাড ১১ সংস্করণে এ১৬ চিপ রয়েছে। এর আইপ্যাড ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪৯ ডলার। নতুন আইপ্যাড এয়ার প্রি-অর্ডার আজ বুধবার থেকেই শুরু হচ্ছে এবং পণ্যটি আগামী ১২ মার্চ থেকে খুচরা বাজারে পাওয়া যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button