Bangladesh

নয়াপল্টন সড়কে হাঁটুসমান পানিতেই বিএনপির সমাবেশ: ঐক্যবদ্ধভাবে মরণপণ সংগ্রাম করে ডিক্টেটরকে হটাব মির্জা ফখরুলনয়াপল্টন সড়কে হাঁটুসমান পানিতেই বিএনপির সমাবেশ

সিলেট ব্যুরো জানায়, গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। এর আগে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। গতকাল বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে মিছিল নিয়ে জড়ো হন দলের নেতাকর্মীরা। বিএনপির মহানগর আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু, শফিকুল ইসলাম শাফিক, মামুনুর রশীদ প্রমুখ।
কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রেখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। শহীদ স্মরনী দলীয় কার্যালয় চত্ত্বরে আয়োজিত সমাবেশে এসময় দলের বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বরিশাল ব্যুরো জানায়, নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর এবং উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা বিএনপি। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক আবুল হোসেন খান। বিকেলে মহানগর ও উত্তর জেলা বিএনপি সমাবেশ করে। সমাবেশে শেষে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় গতকাল বিকেল তিনটায় শহরের ইসলামপুরপাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষীণ করে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজাসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে গতকাল সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব অ্যাড. শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, জেলায় গতকাল দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে, পরে এনআর প্লাজার সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইউনুছ আলী, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ মাঠে সমাবেশে করেন। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিনাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান প্রমুখ।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করেও চলতে থাকে প্রতিবাদ সমাবেশের কার্যক্রম। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আদম সুফি, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

Show More

One Comment

  1. After I originally left a comment I appear to
    have clicked on the -Notify me when new comments are
    added- checkbox and now whenever a comment is added I get 4 emails with the exact same comment.
    There has to be a way you can remove me from that
    service? Many thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button