International

বেইজিংয়ের বুকে ড্রাগন

চীনের রাজধানী বেইজিংয়ে এখন ছুটির আমেজ। আর উৎসবের এই রঙে ভিন্ন মাত্রা যোগ করেছে ড্রাগন। চীনের ঐতিহ্যবাহী পঞ্জিকা ও রাশিচক্র অনুযায়ী ২০২৪ ড্রাগনবর্ষ। তাই সর্বত্র ড্রাগন প্রতীকের ছড়াছড়ি। চীনা ঐতিহ্যে ড্রাগন হলো প্রাণশক্তি, মঙ্গল, ক্ষমতা ও সমৃদ্ধির প্রতীক।

প্রাচীন বেইজিং শহরের অক্ষরেখা বরাবর রয়েছে অনেক বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। শহরের দক্ষিণে ইয়ংডিং গেট থেকে উত্তরে ড্রাম টাওয়ার ও বেল টাওয়ার পর্যন্ত ৭.৮ কিলোমিটারকে বলা হয় বেইজিংয়ের অক্ষরেখা। এই অক্ষরেখার চারপাশেই রয়েছে শহরের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনাগুলো।

এসব স্থাপনায় শত শত বছর ধরেই রয়েছে ড্রাগনের ভাস্কর্য, ছবি ও মুরাল। এসব প্রাচীন ড্রাগনের ছবি তুলতে ভিড় করেছেন উৎসাহী পর্যটকরা। আবার শহর জুড়ে বিভিন্ন মেলায় ও চত্বরে চলছে ঐতিহ্যবাহী ড্রাগন নাচ। ড্রাগনের কস্টিউম পরেও বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।

ছুটির আমেজে বেইজিংবাসী বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরছেন। তারা ড্রাগনকেই যেন সঙ্গী করে নিয়েছেন উৎসবের এই দিনগুলোতে।

Show More

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button