Trending

বেলজিয়ামে দুই কিলোমিটার দীর্ঘ টেবিলে একসঙ্গে ইফতার-ইস্টার

পবিত্র রমজান ও ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করেছে বেলজিয়াম। দেশটির বোরগারহাউটের আন্টভেরপ শহরে ৭ হাজার মুসলমান ও খ্রিস্টান একসঙ্গে ইফতার করেছেন এবং ইস্টার সানডের খাবার খেয়েছেন। এ জন্য শহরটির দুই কিলোমিটার রাস্তাজুড়ে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে টেবিল বসানো হয়েছিল।

জানা গেছে, গত বছর ইস্টার সানডেতে আন্টভেরপ শহরে এক কিলোমিটার রাস্তাজুড়ে সাজানো টেবিলে খাবার পরিবেশন করা হয়েছিল। চলতি বছর ইস্টার সানডে পড়েছে রমজানে। তাই কর্তৃপক্ষ ইস্টারের সঙ্গে ইফতারের ব্যবস্থা করার উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী, আন্টভেরপ শহরের রাস্তার দুই পাশে বসানো হয় টেবিল। এতে ইফতার ও ইস্টারের পরিচিত সব খাবার পরিবেশন করা হয়। মুসলমান ও খ্রিস্টানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এতে অংশ নিয়েছেন।  এই ইফতার-ইস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সাটার (গ্রোয়েন), বোরগারহাউটের মেয়র মারিয়ান এল ওসরিসহ (গ্রোয়েন) আরও অনেক রাজনীতিবিদ এবং সমাজকর্মী। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button