Michigan

মিশিগানের হ্যামট্রামেক সিটি কাউন্সিলর নির্বাচিত ২ বাংলাদেশি

১ হাজার ৬১৮ ভোট পেয়ে মোহাম্মদ কামরুল হাসান আর ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মোহতাসিন সাদমান নির্বাচিত হয়েছেন।

কামরুল হাসান এবং মোহতাসিন সাদমান।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান কামরুল হাসান। তিনি বর্তমান সিটি প্রশাসনের মেয়র প্রোটেম হিসেবে দায়িত্বে আছেন। এ ছাড়া প্রথমবারের মতো জয়ী হয়েছেন আরেক বাংলাদেশি মোহতাসিন সাদমান।

মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১ হাজার ৬১৮ ভোট পেয়ে মোহাম্মদ কামরুল হাসান আর ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মোহতাসিন সাদমান নির্বাচিত হয়েছেন।

মিশিগানের ওয়েইন কাউন্টি ইলেকশন অফিসের তথ্য থেকে জানা যায়, নির্বাচনে রেজিস্টার্ড ১৪ হাজার ৫৯৪ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৩৮৫ জন ভোট দেন।

এ ২ কাউন্সিলর আগামী ৪ বছরের জন্য হ্যামট্রামেক সিটি পরিষদে কাউন্সিলর হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন। কাউন্সিলর কামরুল হাসানের দেশের বাড়ি চট্টগ্রামে এবং মোহতাসিন সাদমান সিলেট জেলার।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনে প্রাইমারিতে বিজয়ী ৬ প্রার্থীর মধ্যে ৩ জনই ছিলেন বাংলাদেশি-আমেরিকান। বাকি ২ জন আরবীয়- আমেরিকান এবং ১ জন স্প্যানিশ বংশদ্ভূত।

নির্বাচিত কাউন্সিলর কামরুল হাসান ও মোহতাসিন সাদমান জানান, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও শহরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০৩ সালে মিশিগানের হ্যামট্রামেক সিটিতেই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button