যুক্তরাষ্ট্রে আলাস্কা উপদ্বীপে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি – ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।
রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, আশেপাশের অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ৯.৩ কিলোমিটার গভীরে।
আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা–বিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।