Science & Tech

সংকটে টেসলা, বিশ্বব্যাপী ছাঁটাই করবে ১০ শতাংশের বেশি কর্মী

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা বিশ্বব্যাপী তাদের কর্মীর সংখ্যা ১০ শতাংশের বেশি কমাবে। কোম্পানিটির একটি নিজস্ব দলিলের ভিত্তিতে রয়টার্স এ খবর দিয়েছে। এ ধরনের গাড়ির বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় টেসলার গাড়ি বিক্রি সম্প্রতি কমে গেছে, ফলে মার্কিন এই কোম্পানি খরচ কমাতে চেষ্টা করছে।

বাজারমূল্যের বিবেচনায় টেসলা বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি। গত বছরের ডিসেম্বর মাসে বিশ্বব্যাপী তাদের কর্মীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৪৭৩ জন। রয়টার্স জানিয়েছে, ঠিক কতজন কর্মী চাকরি হারাবেন, তা টেসলার ওই অভ্যন্তরীণ দলিলে বলা হয়নি।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক দলিলে বলেছেন, ‘আমরা যখন পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির জন্য কোম্পানিকে প্রস্তুত করছি, তখন খরচ কমানো ও উৎপাদনশীলতা বাড়াতে আমাদের সব ধরনের বিষয়ের দিকে নজর দিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

ওই দলিলে আরও বলা হয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানের সব দিক পর্যালোচনা করা হয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বৈশ্বিকভাবে কোম্পানিটির যত কর্মী আছেন, তাঁদের মধ্য থেকে ১০ শতাংশের বেশি কমানো হবে। টেসলা এটিকে একটি কঠিন সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে।

রয়টার্স মন্তব্যের জন্য টেসলার সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পায়নি। সোমবার শেয়ারবাজার খোলার আগে টেসলার শেয়ারের দাম দশমিক ৩ শতাংশ কমে যায়।

এই মাসেই টেসলা জানিয়েছিল যে তাদের গাড়ি বিক্রি বিশ্বব্যাপী কমে গেছে। গত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। গাড়ির দাম কমিয়েও টেসলা এই পতন রোধ করতে পারেনি। আর এই পরিস্থিতির মধ্যেই কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানাল।

২০২৪ সালে গাড়ির বিক্রি কমে যাবে বলে টেসলা মনে করছে। এর আগের বছরগুলোতে টেসলার বিক্রি দ্রুত বাড়ছিল।

উঁচু সুদহারের কারণে ভোক্তারা এখন দামি পণ্য অনেকটাই এড়িয়ে চলছেন। আর এই সময়ে টেসলা তাদের পুরোনো মডেলগুলো বাদ দিয়ে নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি আনতে পারছে না। ঠিক এই সময়েই এমন ধরনের গাড়ির বৃহত্তম বৈশ্বিক বাজার চীনে স্থানীয় গাড়ি নির্মাতারা নতুন মডেলের কম দামের গাড়ি বাজারে ছাড়ছে।

রয়টার্স এ মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল যে টেসলা কম দামি গাড়ি তৈরির একটি পরিকল্পনা বাতিল করেছে। অনেক দিন ধরেই টেসলা এমন একটি গাড়ি বাজারে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। বিনিয়োগকারীরা মনে করেছিলেন যে দাম কম এমন একটি মডেলের গাড়ি টেসলা বাজারে নিয়ে এলে তা বিক্রির ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করবে।

টেসলা এখন গাড়ি বিক্রিতে লাভের পরিমাণ বাড়ানোর পথ খুঁজছে। কারণ বেশ কয়েক দফায় দাম কমানোর কারণে টেসলার মুনাফা কমে গেছে। গত বছরের চতুর্থ প্রান্তিকে তাদের গ্রস মুনাফার হার ছিল ১৭ দশমিক ৬ শতাংশ, গত চার বছরের মধ্যে যা ছিল সবচেয়ে কম।

গত বছরের ফেব্রুয়ারি মাসে টেসলা নিউইয়র্কে তাদের ৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button