Science & Tech
স্কুলে রোবোট প্রিন্সিপাল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরেকটি মাইলফলক অতিক্রম করেছে। একটি বিদেশী সংবাদ সংস্থার মতে, অ্যাবিগেল বেইলি নামের একজন এআই রোবটকে একটি ব্রিটিশ স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্রিটিশ মিডিয়ার মতে, পশ্চিম সাসেক্সের কটেসমুর স্কুল চালাতে প্রধান শিক্ষককে সাহায্য করার জন্য একটি এআই ডেভেলপারের তৈরি চ্যাটবট অ্যাবিগেল বেইলিকে নিয়োগ দিয়েছে। কৃত্রিম বুত্তিমত্তা চ্যাটবট অ্যাবিগেল বেইলি একাধিক ভাষা অনুবাদ, সৃজনশীল বিষয়বস্তু তৈরি এবং তথ্যপূর্ণ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দিতে সক্ষম।