‘১৮০০ ঘণ্টা পর কথা বললেন ৩০ সেকেন্ড’
মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশের পর গোটা ভারত যখন প্রতিবাদে উত্তাল তখন ওই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতের পার্লামেন্টের বর্ষা অধিবেশন। পার্লামেন্টে প্রবেশের আগে মোদি মুখোমুখি হন সাংবাদিকদের। এসময় তিনি বলেন, মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা কখনো ক্ষমা করা হবে না। কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। ঘটনা গোটা দেশকে অপমানিত করেছে।
মোদির এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ।
তিনি বলেন, ‘১ হাজার ৮০০ ঘণ্টারও বেশি সময় বোধগম্য এবং ক্ষমার অযোগ্য নীরবতার পর, প্রধানমন্ত্রী অবশেষে মণিপুর নিয়ে মোট ৩০ সেকেন্ডের জন্য কথা বললেন। এর পরে, প্রধানমন্ত্রী বিশাল শাসনের ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেছিলেন।’
জয়রাম রমেশের অভিযোগ, মণিপুরে যেভাবে সহিংসতা ছড়াচ্ছে তার ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসেনি কোনো শান্তির বার্তা। রাজস্থান ও ছত্তিশগড়ের ঘটনাকে সামনে রেখে মোদি রাজনীতি করছেন।
প্রসঙ্গত, মণিপুরে দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনাটি ঘটে ৪ মে। এর একদিন আগে রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল।