Uncategorized

৭২ বছর লোহার ফুসফুসে বেঁচে থাকার পর মৃত্যু

৭২ বছর লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা পল আলেক্সান্ডার নামে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ৭৮ বছর বয়সে মারা গেছেন। ছয় বছর বয়সে তিনি পোলিও আক্রান্ত হন।

পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে গিয়েছিল। পোলিওতে অবশ হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। এতে চিকিৎসকরা তাকে ধাতব একটি সিলিন্ডারে রাখেন। ৭২ বছর তিনি এভাবেই বেঁচে ছিলেন।

ফান্ডরাইজিং ওয়েবসাইট এক পোস্টে জানিয়েছে, লোহার ফুসফুসের ব্যক্তি গতকাল মারা গিয়েছেন। তিনি একজন আইনজীবী ছিলেন। পল একজন অবিশ্বাস্য রোল মডেল ছিলেন।

১৯৫২ সালে পল অসুস্থ হয়ে পড়লে নিজ শহর ডালাসের চিকিৎসকরা তার জীবন বাঁচান। তবে পোলিওর কারণে তিনি আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না।  

এতে তার শরীরের গলা পর্যন্ত অংশ লোহার সিলিন্ডারে স্থাপন করা হয়। তবে খুব বেশিদিন তিনি টিকে থাকবেন, এমনটি আশা করা হয়নি। তবে তিনি দশকের পর দশক বেঁচে ছিলেন।

স্কুল পাস করে পল আলেক্সান্ডার সাউদার্ন মিথোডিস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে আইনে ডিগ্রি লাভ করেন। দুই বছর পর আইনজীবী হয়ে তিনি কয়েক দশক অনুশীলন চালিয়ে যান।

২০২০ সালে তিনি আত্মজীবনী প্রকাশ করেন। এটি লিখতে তার আট বছর সময় লাগে। কিবোর্ডে টাইপ করতে এবং বন্ধুকে নির্দেশ দিতে প্লাস্টিকের একটি লাঠি ব্যবহার করেন।  

পল আলেক্সান্ডার সবচেয়ে বেশি সময় ধরে লোহার ফুসফুসে জীবিত থেকে গিনেস রেকর্ডে নাম লেখান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button