Science & Tech

আইফোনের তথ্য নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা–সুবিধা

আইফোনের নিরাপত্তাব্যবস্থা সাধারণত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের তুলনায় শক্তিশালী। এ জন্য আইওএসের প্রায় সব সংস্করণেই নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করে থাকে অ্যাপল। এবার আইফোন চুরি বা হারিয়ে গেলেও ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখতে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের সফটওয়্যার হালনাগাদ করেছে অ্যাপল। নতুন এ হালনাগাদে ইনঅ্যাকটিভিটি রিবুট সুবিধা যুক্তের পাশাপাশি স্টোলেন ডিভাইস প্রোটেকশন–সুবিধা উন্নত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনঅ্যাকটিভিটি রিবুট নামের নতুন নিরাপত্তা–সুবিধা চালুর ফলে আইফোন তিন দিন পর্যন্ত আনলক করা না হলে স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। ফলে আইফোনে চালু থাকা সব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সব তথ্যও লক হয়ে যাবে। আর তাই আইফোন হারিয়ে বা চুরি হলেও ব্যবহারকারীর তথ্য কেউ জানতে পারবেন না।

অ্যাপলের স্টোলেন ডিভাইস প্রোটেকশন–সুবিধা চালু থাকলে আইফোন চুরির পর পাসকোড জানা থাকলেও ব্যবহারকারীদের ফেসআইডি ও আঙুলের ছাপ ছাড়া অ্যাপল আইডি পরিবর্তন করা যায় না। শুধু তা-ই নয়, চুরি যাওয়া আইফোনের পাসকোড পরিবর্তন বা ‘ফাইন্ড মাই আইফোন’ নিরাপত্তা–সুবিধা কেউ বন্ধ করতে পারে না। এতে আইফোনের মালিক চুরি যাওয়া আইফোনের অবস্থান দ্রুত শনাক্ত করার পাশাপাশি নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে অকার্যকর করতে পারেন। নতুন হালনাগাদে স্টোলেন ডিভাইস প্রোটেকশন–সুবিধাটি সেটিংসের পাশাপাশি সেটআপের সময়ও স্বয়ংক্রিয়ভাবে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে আইফোন সেটআপের সময় সহজেই সুবিধাটি চালু করা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto