Science & Tech

আইফোনের মতো যে প্রযুক্তি–সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

তারহীন বা ওয়্যারলেস চার্জার প্রযুক্তির মাধ্যমে তারের সংযোগ ছাড়াই চার্জ করা যায় স্মার্টফোন। ওয়্যারলেস চার্জারের ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। নির্দিষ্ট যন্ত্রের ওপর স্মার্টফোন রেখে দিলেই চার্জ হতে থাকে। আর তাই আইফোনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এ সুবিধা পাওয়া যায়। তবে অ্যাপলের ম্যাগসেইফ প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইফোন চার্জ করা গেলেও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিউআই প্রযুক্তি থাকায় ধীরে চার্জ হয়। এ সমস্যা সমাধানে শিগগিরই আইফোনে ব্যবহৃত ম্যাগসেইফ প্রযুক্তির আদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিউআইটু ওয়্যারলেস চার্জ প্রযুক্তি যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় এ ঘোষণা দিয়েছে ওয়্যারলেস প্রযুক্তিবিষয়ক মান নির্ধারণী সংস্থা ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি)।

ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের তথ্য মতে, কিউআইয়ের তুলনায় দ্রুত অ্যান্ড্রয়েড স্মার্টফোন চার্জ করতে পারে কিউআইটু প্রযুক্তি। এই প্রযুক্তিতে সর্বোচ্চ ১৫ ওয়াট গতির ফাস্ট চার্জিং সুবিধা থাকায় বর্তমানের তুলনায় শক্তির অপচয়ও কম হয়। নতুন এ প্রযুক্তি শিগগিরই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য উন্মুক্ত করা হবে। কিউআইটু ওয়্যারলেস চার্জ প্রযুক্তি বাস্তবায়নে স্যামসাং ও গুগল শীর্ষ ভূমিকা পালন করছে।

স্যামসাং ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, গ্যালাক্সি সিরিজের ফোনগুলো চলতি বছর থেকেই কিউআইটু ওয়্যারলেস চার্জার প্রযুক্তি সমর্থন করবে। তবে গুগলের পরিকল্পনা এখনো অস্পষ্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল বর্তমানে কিউআই ২.২ প্রযুক্তির মান উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ করছে। এই উদ্যোগ সফল হলে, একই ওয়্যারলেস চার্জার ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোন চার্জ করা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button