Bangladesh

আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

হাসিনা এখন কী করবেন? আওয়ামী লীগের পুনর্গঠন ও তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কেমন হবে? এই মুহূর্তে অস্তিত্ব সংকটে দলটি। তবে এই প্রথম নয়। এর আগেও এমন অবস্থায় পড়েছিল তারা। কিন্তু এবারের পরস্থিতি একেবারেই আলাদা, ভিন্ন বাস্তবতা। ৫ই আগস্ট পট-পরিবর্তনের পর দলটির নেতৃস্থানীয় যারা দেশে ছিলেন তারা হয় জেলে নয়তো আত্মগোপনে।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কীভাবে পুনরুজ্জীবিত হবে। স্বৈরশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সব কায়দা-কানুন মেনে চলা হাসিনা ভারতে পালিয়ে গেলেও মূলত তার হাতেই দলটির চাবিকাঠি। 

তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন? পরিবারের কাউকে বেছে নেবেন? নাকি  নিজেই অন্য শক্তির সাহায্যে ফের দৃশ্যপটে হাজির হবেন। এসবই গুঞ্জন। কী হবে পরবর্তী কৌশল দলটির। নানা প্রশ্ন রাজনীতির ময়দান থেকে জনতার মঞ্চে। ভারতের ওপর নির্ভর করে কতোদিন বসে থাকবেন তিনি। হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দেশে। তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। চাওয়া হয়েছে সহযোগিতা ইন্টারপোলের কাছেও।

ওদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়  আলোচনায় নতুন হাওয়া।  অঙ্ক কষছেন কেউ কেউ।  কী সুবিধা পেতে পারে দলটি- এসব নিয়েও নানা মত দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button