International
আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, ২৯ জনের প্রাণহানি

আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টিতে দেশটির দুটি প্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পশ্চিম ফারাহ প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার।
তিনি বলেন, নিহতরা দু’টি পরিবারের সদস্য। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।
অন্যদিকে দক্ষিণ কান্দাহারে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সেখানের বিভিন্ন স্থানে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, চারজন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। তাছাড়া একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন মারা গেছেন।