আবারও নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ৩
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে শনিবার রাতে দুটি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উত্তর ইসরায়েলের শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে এই হামলা হয়। তবে হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খরবও পাওয়া যায়নি।
এই ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা না হলেও পুলিশ জানিয়েছে, নেতানিয়াহুর সমালোচকদের পক্ষ থেকে হয়েছে এই আক্রমণ।
হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে সরকারের অনীহাকে ঘিরে কয়েক মাস ধরেই দেশে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘সব সীমা অতিক্রম করে গেছে এই আক্রমণ’।
দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য সীমা অতিক্রম করে যাচ্ছে। তার বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ আরেকটি সীমালঙ্ঘন করল।’
এর আগে গতমাসে নেতানিয়াহুর সিজারিয়াতের বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।