International

আমাজন কি শুকিয়ে যাচ্ছে

বিশ্বের দীর্ঘতম নদী আমাজন কি শুকিয়ে যাচ্ছে? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া নদীর আগের এবং এখনকার গতিপথের ছবি প্রকাশ করে এমনই দাবি করা হচ্ছে। নিউজউইক-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমাজনের সবচেয়ে বড় শাখা নদী রিও নিগ্রোর জলস্তর ক্রমশ কমছে। প্রতিদিন ২০ সেন্টিমিটার (৮ ইঞ্চি) করে সেই জলস্তর কমছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিন্তু কেন এই জলস্তর কমে যাচ্ছে? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমাজনে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, উল্লেখযোগ্যভাবে সেই হার কমেছে। গড় বৃষ্টি যা হয়, তাও কমেছে। আমাজন ওয়ার্কিং গ্রুপ-এর দাবি, আমাজনে জলের ধারা কমতে থাকায় নদীসংলগ্ন যে সব জনপদ রয়েছে, সেগুলো খরার মুখে পড়তে পারে।

ওই গ্রুপের দাবি, ইতোমধ্যেই এ রকম ৬২টি জনপদের মধ্যে ৫৯টিতে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার মধ্যে ১৫টির অবস্থা খুবই খারাপ। সার্গিয়ো ফ্রেরিয়ার এক এক্স গ্রাহক রিও নিগ্রোর দু’সময়ের ছবি প্রকাশ করেছেন। একটি জুলাইয়ের। অন্যটি অক্টোবরের শুরুর দিকের। তিনি লিখেছেন, ‘দুটি ছবির তুলনা করলে বোঝা যাবে, এই কয়েক মাসে কতটা বদলেছে নদীর ছবি। উপরের ছবিটি অক্টোবরের। আর নিচের ছবিটি জুলাইয়ের। প্রথম ছবিটি শুকনো নদী খাত। আর দ্বিতীয়টি ভরা নদী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button