Trending

আমিরাতে অনাকাক্সিক্ষত ঘটনায় ভোগান্তিতে পড়ার আশঙ্কা প্রবাসীদের, বিবেক বর্জিত কিছু লোকের অতি আবেগী হওয়ার পরিণাম

শান্তিপ্রিয় দেশ আরব আমিরাত। দেশটিতে রয়েছে কঠোর আইন এবং এর যথাযথ প্রয়োগ। ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং বা সেøাগান দেয়া, জনমনে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এমন কোনো কর্মকাÐ এখানে একেবারেই নিষিদ্ধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্তে¡ও গত ১৯ জুলাই আমিরাতের রাস্তায় জড়ো হয়ে স্বদেশের কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি প্রকাশ করে কঠোর আইনের দেশটিতে বিবেকবর্জিত অতিআবেগী একশ্রেণীর লোক আইন ভঙ্গ করে বিক্ষোভ মিছিলসহ নানা রকম অপরাধমূলক কর্মকাÐ করায় দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত ৩ জনকে যাবজ্জীবনসহ মোট ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এতে দেশটির আইন-কানুন সম্পর্কে ওয়াকিফহাল থাকার পরও বিবেকবর্জিত হয়ে অনেকটা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল দেয়ার মতো কাজ করেছেন বলে মন্তব্য প্রবাসীদের। যার খেসারত হিসেবে এখন গুণতে হতে পারে দেশ ও প্রবাসীদেরকেও। এমনটিই আশঙ্কা করছেন সচেতন প্রবাসীরা।
প্রসঙ্গত: এমনিতেই একশ্রেণীর বাংলাদেশির নানারকম অপরাধ কর্মকাÐে ক্ষুব্ধ আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন। তাছাড়া দেশটিতে বাংলাদেশিদের ভিসা দেয়ার ক্ষেত্রেও রয়েছে কঠিন অবস্থা। সার্টিফিকেটধারী ও দক্ষ লোকসহ বিশেষ কিছু ক্যাটাগরির ভিসা চালু থাকলেও প্রায় বন্ধ রয়েছে সাধারণ শ্রমিক ভিসা। কবে নাগাদ আগের মতো পুরোপুরিভাবে ভিসা খুলবে তাও অনিশ্চিত। অপরদিকে দেশীয় শ্রমিক সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। এমন পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত এ ঘটনায় অপরাধের নতুন মাত্রা যোগ হওয়ায় ভোগান্তি আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত প্রবাসী ব্যবসায়ীরা।
এদিকে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে আগে থেকেই দেশটির আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহবান জানিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে বারবার সতর্ক বার্তা দিয়ে আসছিল যে, আমিরাতের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং বা সেøাগান দেয়া, জনমনে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এমন কোন কর্মকান্ডে লিপ্ত হওয়া এবং এর ভিডিও ধারণ করা বা এরূপ কোন বার্তা, চিত্র, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বা শেয়ার করা, রাস্তায় যানচলাচলে বিঘœ ঘটানো ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরূপ কর্মকাÐে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল, জেল, জরিমানা, দেশে ফেরত পাঠানো, ভবিষ্যতে এ দেশে প্রবেশে নিষেধাজ্ঞাসহ আরো কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ বারবার সাবধান করার পরও ঘটানো হলো অনাকাক্সিক্ষত এ ঘটনা। যা দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে অন্তরায়।
প্রবাসীদের মতে, আমিরাতের আইন প্রয়োগকারী কর্মকর্তারা সতর্ক করে দেয়ার পর যদি তাদের কথা উপেক্ষা না করে দেশটির আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি তাদের কথা শুনতেন তাহলে হয়তো ওই দিনের ঘটনার পরিণাম এতো দূর গড়াতো না বলে অভিমত তাদের। বরং বিবেকবর্জিত অতি আবেগের অনাকাক্সিক্ষত এ ঘটনার দায়ে নিজেরা যেমন কঠিন বিপদে পড়লেন তেমনিভাবে দেশ ও প্রবাসীদেরও ভাবমর্যাদা ক্ষুণœসহ নানা রকম প্রশ্নের সম্মুখীন করা হলো। তাই বিবেকবর্জিত আবেগ দিয়ে নয়, বরং দেশ ও প্রবাসীদেরকে সম্মানের জায়গায় রেখে প্রকৃত বিবেক দিয়ে কাজ করার আহবান জানান সচেতন প্রবাসীরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button