USA

আমি হারলে দায় ইহুদিদের: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হেরে গেলে এর দায় ইহুদি-আমেরিকান ভোটারদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে বক্তৃতার সময় এ কথা বলেন তিনি। এ সময় দুঃখ করে আমেরিকান ইহুদিদের মধ্যে কমলাকে সমর্থন করার প্রবণতা দেখছেন বলেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে সম্ভবত দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে যুক্তি দেখান রিপাবলিকান এ প্রার্থী। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। কেননা, তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। তিনি বলেন, এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলাকে সমর্থন জানিয়েছেন ৬৫ শতাংশ এবং ৩৪ শতাংশের সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে।

এদিকে নিজের পক্ষে ভোটার টানতে এবার তারকাদের জনপ্রিয়তা কাজে লাগাতে শুরু করেছেন কমলা। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি একটি ভার্চুয়াল নির্বাচনী সমাবেশ করেছেন। সমাবেশ সঞ্চালনা করেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী ও সঞ্চালক অপরাহ উইনফ্রে। ভার্চুয়াল এই সমাবেশে হলিউড তারকাদের যেন মেলা বসেছিল। এতে যোগ দিয়েছিলেন জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলার ও জুলিয়া রবার্টসের মতো খ্যাতনামা সব হলিউড তারকা। এ সময় কমলার প্রশংসা করে বক্তব্যও দেন তারা। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে আয়োজিত ‘ইউনাইট ফর আমেরিকা’ নামের এই সমাবেশে কমলা ও অপরাহ  সশরীর অংশ নেন। হলিউড তারকারা যুক্ত হন ভার্চুয়ালি। দেড় ঘণ্টার এ সমাবেশে কমলা গর্ভপাত থেকে অর্থনীতি এবং অভিবাসন থেকে বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের মতো অনেক বিষয় নিয়ে কথা বলেন। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button