আর্বান মিউজিক ফেষ্টিভ্যাল, গানে গান মাতোয়ারা দর্শক
সংগীতপ্রেমী দর্শক শ্রোতাদের মুহুমুহু হর্ষধ্বনি আর উল্লাসের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদশী আর্বান মিউজিক ফেষ্টিভ্যাল-২০২৪।
প্রবাসে ছড়িয়ে থাকা নানান বয়সী কণ্ঠ ও নৃত্য শিল্পী সহ বিভিন্ন পর্যায়ে প্রতিভাকে জাগ্রত ও অনুপ্রেরণা সৃষ্টির মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাষা আর ঐতিহ্য তুলে ধরার অভিপ্রায় নিয়ে
শনিবার (১৩ জানুয়ারি) রাতে মিশিগানের ঐতিহ্যবাহী গেইট অব কলম্বাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জমকালো এই মিউজিক ফেষ্টিভ্যাল।
সংশ্লিষ্ট আয়োজনের অন্যতম কর্নধার ইকবাল ও হিমেল হোসাইন সহ আরো কয়েক উদীয়মান সংস্কৃতিমনা ব্যক্তিত্বের তত্বাবধানে পরিচালিত এই ফেস্টিভ্যাল অনুষ্ঠানে একের পর এক মন মাতানো গান,নৃত্য ও নাটিকা উপস্থাপন করে মঞ্চ কাপিয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন মিশিগানের কন্ঠ শিল্পী শাহনাজ নদী,শান্তা ও আরো কয়েকজন সহ নিউইয়র্ক থেকে কাজীর নেতৃত্বে আগত সঙ্গীত জগতের জনপ্রিয় বাংলাদেশি-আমেরিকান গ্রুপ স্টয়িক ব্লিজের শিল্পী সিলমা,অপু রহমান বান্গী,কিং টাইগার আলী ও শরীফ সহ অন্যান্য সদস্যরা সহ মিশিগানের এক ঝাক তরুণী নৃত্য শিল্পী এবং অভিনেতারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ ছাড়াও আমেরিকানদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে শিল্পী সহ আরো কয়েক গুণীজনদের মাঝে অ্যাওয়ার্ড (সার্টিফিকেট) তুলে দেন আয়োজকগণ।
দর্শকরা এমন আয়োজনকে ব্যতিক্রমী উল্লেখ করে বলেছেন,এ ধরনের উদ্দোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে আরো মজবুত ভাবে ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে কণ্ঠ, নৃত্য শিল্পী সহ নানা ক্ষেত্রে ছড়িয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটবে।