Michigan

মিশিগানে এমআই বিএডিসির নতুন কমিটি

শপথ নিয়েছে মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাস এমআই বিএডিসির নতুন কমিটি। দেশটির ওয়ারেন শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলেকশন কমিশনার আরিফ মাহমুদ। এছাড়া কনগ্রেশনাল ডিস্ট্রিক কমিটিকে শপথ করান বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মিশিগান ডেমোক্রেটিক পাটির ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার জুবেরুল চৌধুরী খোকন ও ইকবাল ফয়েজ স্বপনসহ অনেকে। 

এমআই বিএডিসির ২০২৩ থেকে ২০২৫ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলাইমান বাহার। এছাড়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশকুর কাউসার। অন্যদিকে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-টেন (১০) এর চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন আজিজ চৌধুরী ও দিলোয়ার আনসার।

এমআই বিএডিসির এক্সিকউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাদেক রহমান সুমন। নির্বাচিত অন্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট (কমিউনেশন) আরিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাবেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম অ্যাক্টিভিটিজ) নাইম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (ইউনিয়ন অ্যাফেয়ার্স) বকুল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড ফান্ড রাইজিং) আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যান্ড কমিউনিটি অ্যাফেয়ার্স) ফয়সল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ওম্যান অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স) মুন্নি রহমান।

এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অর্গা‌নাইজেশন) রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (পলিটিক্যাল) গিয়াস তালুকদার, জয়েন্ট সেক্রেটারি (কমিউনিটি) দৌলা চৌধুরী মনি, ট্রেজারার কাউসার দেওয়ান, সেক্রেটারি (ইলেকশন অ্যান্ড ক্যাম্পিং অ্যাফেয়ার্স) সাব্বির আহমেদ, সেক্রেটারি (স্মল বিজনেস অ্যাফেয়ার্স) কবির আহমদ, সেক্রেটারি (মিডিয়া অ্যান্ড স্যোশাল নেটওয়ার্ক) জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি (কালচারাল অ্যান্ড এ্যাথনক্ট্রি অ্যাফেয়ার্স) হাসিব ভূইয়ান, সেক্রেটারি (স্পোর্স ওয়েলনেস অ্যাফেয়ার্স) মারুফ মনোয়ার, সেক্রেটারি (এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স) ফাতেমা জান্নাত, সেক্রেটারি (ইমিগ্রেশন অ্যাফেয়ার্স) বাবুল মিয়া ও সেক্রেটারি (ইয়ুথ অ্যাফেয়ার্স) আরিফ নাগর নির্বাচিত হয়েছেন।  

অন্যদিকে কংগ্রেশনাল টেন (১০) ডিস্ট্রিক্টের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজা শাহাব, মুশতাক চৌধুরী, কামাল আহমেদ, মাহমুদা মৌরী। জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হলেন আবুল আজাদ ও মোহাম্মদ রহমান টিপু। স্যোশাল অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ,মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এবং স্মল বিজনেস অ্যান্ড ইমিগ্রেশন সেক্রেটারি হিসেবে লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া ডিস্ট্রিক্ট থার্টিনে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button