International

আসামে খনিতে মিলল ৩ মরদেহ, এখনো আটকা ৫

ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার পরিত্যক্ত কয়লাখনি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। খনিতে ৫ জন জীবিত আটকা পড়ে আছেন।

শনিবার (১১ জানুয়ারি) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত সোমবার ডিমা হাসাওয়ের উমরাংসোয় একটি পরিত্যক্ত খনিতে কয়লার খোঁজে নেমেছিলেন ৯ শ্রমিক। হঠাৎ খনিতে পানি ঢুকতে শুরু করে। গত বুধবার এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়। শনিবার আরও তিনজনের লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।

শনিবার উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে যাদের মরদেহ উদ্ধার হয় তাদের একজনের নাম লিগেন মগর, বয়স ২৭। তিনি ডিমা হাসাও জেলার কালামাটি এলাকার বাসিন্দা ছিলেন। অপর দুজনের নাম পরিচয় মেলেনি। গত বুধবার যার মরদেহ উদ্ধার হয় তার নাম গঙ্গাবাহাদুর শ্রেষ্ঠা। তিনি নেপাল থেকে আসামে এসেছিলেন।

এদিকে কয়লাখনির ভেতরে শ্রমিকরা কী অবস্থায় রয়েছেন, জানা বা বোঝা যাচ্ছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, আসামের বিপর্যয় মোকাবিলা দল, ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ করছেন।

ডিমা হাসাও জেলার এ খনি অবৈধ বলে দাবি উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, অবৈধ নয়, এটি পরিত্যক্ত খনি। ১২ বছর ধরে খনিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং তিন বছর আগে পর্যন্ত সেটি আসাম খনিজ উন্নয়ন পর্ষদের অধীনে ছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button