ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবরাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে জার্মানি

‘রুশ হামলা প্রতিহত করতে অন্তত ১০টি প্যাট্রিয়ট ইউনিট প্রয়োজন।’
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র থেকে আরো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে জার্মানি।
শুক্রবার বার্লিন সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
বার্লিন থেকে এএফপি জানায়, জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কোরনেলিয়াস সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে- এ বিষয়ে আরো নিবিড় আলোচনা চলছে।’
জার্মান সাময়িকী ডার স্পিগেল জানায়, বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেন। কোরনেলিয়াস এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাদাতা হলেও মঙ্গলবার দেশটি জানায়, তারা কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, এতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত, যা ইউক্রেন রুশ বিমান হামলা থেকে নিজেকে রক্ষায় ব্যবহার করে।
২০২৫ সালের শুরুতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের ইউক্রেনপন্থী অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে বিমান ও ড্রোন হামলা বাড়িয়েছে।
জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্যাট্রিয়ট সরবরাহ স্থগিত হওয়ার সম্ভাবনা নিয়ে বার্লিন গভীরভাবে উদ্বিগ্ন।
জার্মান সরকার যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যাতে জার্মানি নিজ খরচে প্যাট্রিয়ট কিনে তা ইউক্রেনকে সরবরাহ করতে পারে।
জার্মান দৈনিক বিল্ড জানায়, কয়েক সপ্তাহ আগে বার্লিন দুইটি প্যাট্রিয়ট ইউনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে আবেদন করেছে এবং এর প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।
ইউক্রেন বহুদিন ধরে তার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এপ্রিল মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রুশ হামলা প্রতিহত করতে অন্তত ১০টি প্যাট্রিয়ট ইউনিট প্রয়োজন।’