গাজায় ইসরাইলি আগ্রাসনে পরিবারচ্যুত ১৭০০০ শিশু
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে ১৭ হাজার শিশু সঙ্গীহীন বা সংঘাতের সময় তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী রাফাহ আক্রমণ করার প্রতিশ্রুতি দেয়ার পরে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নতুন করে ইসরাইলি সামরিক হামলার আশঙ্কা করছে। রাফাহ এলাকাটি একসময় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
এদিকে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ১১২ ফিলিস্তিনি নিহত ও ১৪৮ জন আহত হয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ‘শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা’ নষ্ট করার জন্য তাদের ভূমিকার জন্য চার ইসরাইলি বসতি স্থাপনকারীকে নিষেধাজ্ঞা দিয়েছিল।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৬ হাজার ২৮৭ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯।