গুগলের একচেটিয়া ব্যবসা ভেঙে দেওয়ার সুপারিশ মার্কিন বিচার বিভাগের
অনলাইন সার্চে গুগলের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
এ ছাড়া, গুগলের ক্রোম ব্রাউজার বিক্রি, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য ভাগাভাগিসহ আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের একটি আদালত রায় দেয়, অনলাইন সার্চ ও সংশ্লিষ্ট বিজ্ঞাপন নিয়ন্ত্রণে একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠা করে মার্কিন অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে গুগল। অনলাইন সার্চের বাজারের ৯০ শতাংশ দখল করে রেখেছে তারা।
বুধবার ওয়াশিংটনের এক আদালতে এই একচেটিয়া ব্যবসা বন্ধে বেশ কিছু সুপারিশ করে মার্কিন বিচার বিভাগ।
বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘গুগলের বেআইনি আচরণ শুধু গুরুত্বপূর্ণ বিতরণ চ্যানেলগুলোকেই না, এর অংশীদারদেরও বঞ্চিত করেছে। তারা অন্যথায় নতুন ও উদ্ভাবনী উপায়ে প্রতিযোগিতা করে বাজারে প্রবেশ করতে পারতো।’
ট্যাব ও স্মার্টফোনে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখতে প্রতি বছর অ্যাপল ও অন্যান্য কোম্পানিকে কোটি কোটি ডলার পরিশোধ করে গুগল। এসব চুক্তিকে আইন করে বন্ধ করার দাবি জানানো হয়। এ ছাড়া, গুগলের মালিকানাধীন অ্যান্ড্রয়েডকেও বিক্রি করে দেওয়ার সুপারিশ করা হয়।
বিচার বিভাগের সুপারিশগুলো অনুমোদিত হলে গুগলকে বিশাল অংকের জরিমানা গুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে গুগলের দীর্ঘ দিনের রাজত্বেরও অবসান ঘটতে পারে।
আগামী এপ্রিলে বিচার বিভাগের প্রস্তাবগুলোর ওপর আরেকটি শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত। ততদিনে হোয়াইট হাউসে পরিবর্তন আসবে। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ মামলার গতিপথে পরিবর্তন আনতে পারে। ২০২৫ সালের মধ্যে মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।