Trending

ঘন ঘন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত!, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের ব্যবধানে একই ক্যাম্পে দু’বার অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালীর কাঠাল গাছতলা বাজার সংলগ্ন ক্যাম্প ১৩ এর ব্লক ডি-১ ও -২ তে এই দুর্ঘটনা ঘটে। শতাধিক দোকান ঘর ও ক্যাম্পে বসবাসরত ২০০টি রোহিঙ্গা শরণার্থী শেডসহ শেডের ভিতরে থাকা আসবাবপত্রসহ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এসময় আগুন নিভানো ও আগুন ছটিয়ে না পড়ার স্বার্থে আরো অনুমান মোট ২৫টি শেড তাৎক্ষণিক ভেঙ্গে ফেলা হয়। এসময় আগুনে পুড়ে অনুমান প্রাথমিকভাবে ২.৫ (আড়াই) কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ধারণা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ইউনিট, সেনাবাহিনী, উখিয়া থানা পুলিশ ও এপিবিএন পুলিশ রয়েছে। গত সপ্তাহে ঠিক একই ক্যাম্পে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। এটি নিছক অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত ‘স্যাবোটাজ’।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ক্যাম্প ১৩ এর ডি /১ ব্লকের আব্দুল্লাহর স্ত্রী রান্না করার সময় কড়াইয়ে থাকা গরম তৈলে পানি ঢালতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। সেই আগুন শেডের বেড়াতে লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কক্সবাজার ফায়ার সার্ভিস, উখিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, কক্সবাজার, রামু ও ক্যাম্প এর ছোট ৪টি ইউনিটসহ মোট ৯টি ইউনিটের সমন্বয়ে দুপুর সোয়া ২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, উখিয়া ১৩ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।

গত শুক্রবার বেলা ১১টার দিকে একই ১৩নং ক্যাম্পের কাঁঠালতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন প্রায় দেড় ঘণ্টা জ্বলছে। এরই মধ্যে ২শ’য়ের উপরে রোহিঙ্গাবসতি (শেড) পুড়ে গিয়েছিল।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও ৫টি ইউনিট আসে। এখন মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় ঘণ্ট দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ২০৫টি শেড, ট্রেনিং সেন্টার, মসজিদ, প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান। মোট ক্ষয় ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।

এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে পর পর দু›টি অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ রোহিঙ্গা ও সচেতন মহলকে খুবই নেতিবাচক মনোভাব পোষণ করতে দেখা গেছে। ক্যাম্প-১৩ এর বাসিন্দা জনৈক রাবেয়া অত্র প্রতিবেদককে জানান, গত সপ্তাহে আগুন লেগে ২ শ’য়ের অধিক শেড, অনেক দোকান পাট ও মসজিদ পুড়ে গিয়েছিল। অনেক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছিল আজকেও আবার আগুন লেগে ২ শয়ের অধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এই আগুন বার বার কেন হচ্ছে তা আমরা জানিনা কিন্তু অনেকেই আগুন ধরিয়ে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে।

তেলখোলা ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি কামাল মেম্বার বলেন, ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে ভাবার বিষয়। এটি কী দুর্ঘটনা নাকি ইচ্ছেকৃত পরিকল্পিত ভেবে দেখার সময় এসেছে। অনেক সময় বিভিন্ন এনজিও সংস্থার নতুনভাবে অনুদান পাবার জন্য পরিকল্পিতভাবে এরূপ ঘটনা ঘটানোর খবর থাকলেও তা কতটুকু বিশ্বাসযোগ্য তা সময়ে বলে দেবে।

উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি মিজানুর রশিদ মিজান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে একই ক্যাম্পে দু’বার অগ্নিকাণ্ড সংঘটিত হবার ঘটনা বিরল। শুনা যাচ্ছে গত সপ্তাহে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন নতুন শেড নির্মাণসহ অধিক সুযোগ সুবিধাপ্রাপ্ত হবার ঘটনায় একই ক্যাম্পের অন্য ব্লকের বাসিন্দারা ঈর্ষান্বিত হয়ে নিজেরা সুযোগ সুবিধার লোভে নিজেদের শেডে অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে বাতাসে চাউর আছে। ঘটনাগুলো খতিয়ে দেখার সময় এসেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button