চুরির অভিযোগে গ্রেফতার ‘ম্যানিকুইন’!
‘ম্যানিকুইন’ (দোকানে পোশাক প্রদর্শনের জন্য ব্যবহৃত ডামি) সেজে দোকান থেকে গয়না চুরির ছক! নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই অভিযোগ দায়ের করা হলো থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে।
পুলিশ সূত্রে খবর, ক্রেতা ও কর্মীদের অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। দোকানের ভেতরে ব্যাগ হাতে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন বছর বাইশের এক যুবক। আশেপাশে আরো বেশ কয়েকটি ম্যানিকুইনের সাথে মিশে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, নিজেকে নিরাপদ মনে না করা পর্যন্ত নাকি দাঁড়িয়েছিলেন একইভাবে!
এদিকে তখন দোকান বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ, গয়না চুরির আগে দোকানে ভেতরে হাঁটছিলেন ওই ব্যক্তি। তাকে দেখে ফেলেন নিরাপত্তাকর্মীরা। চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে, ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।