চেহারা দেখে মানুষের নাম জানাবে মেটার নতুন স্মার্ট চশমা

চলতি পথে পরিচিত কারও সঙ্গে দেখা হলে হঠাৎ করে নাম মনে করতে পারেন না অনেকেই। সঠিক সময়ে দ্রুত নাম মনে করতে না পারার কারণে মাঝেমধ্যেই ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে পরিচিত ব্যক্তিদের চেহারা দেখে নাম বলে দিতে সক্ষম স্মার্ট চশমা তৈরির উদ্যোগ নিয়েছে মেটা। নতুন স্মার্ট চশমাগুলোতে ‘সুপার সেন্সিং ভিশন’ সফটওয়্যার ব্যবহার করা হবে যা পরিচিত ব্যক্তিদের চেহারা দেখেই তাদের নাম ব্যবহারকারীকে জানাতে পারবে। এরই মধ্যে এ প্রযুক্তির উন্নয়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি স্মার্ট চশমা বাজারে আনার পরিকল্পনা করেছে মেটা। এরই মধ্যে ‘অ্যাপেরল’ ও ‘বেলিনি’ কোডনামের দুটি প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন প্রযুক্তিপণ্য দ্রুত বাজারে আনতে গোপনীয়তা ও নিরাপত্তাজনিত ঝুঁকি মূল্যায়নের অভ্যন্তরীণ প্রক্রিয়াও নতুন করে সাজিয়েছে মেটা।
চশমাটিতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ‘হেই মেটা, স্টার্ট লাইভ এআই’ কমান্ডে চালু হবে। এটি ব্যবহারকারীর দৈনন্দিন চলাফেরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় মুহূর্তে তথ্য ও পরামর্শ দিতে পারবে। শুধু তা–ই নয়, ‘সুপার সেন্সিং’ প্রযুক্তির আওতায় চশমার ক্যামেরা ও সেন্সর সব সময় সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে জানাবে স্মার্ট চশমাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটা ইতিমধ্যে বাজারে থাকা কিছু স্মার্ট চশমার মডেলে পরীক্ষামূলকভাবে এই লাইভ এআই প্রযুক্তি চালু করেছে। তবে পরীক্ষায় দেখা গেছে, এই সুবিধা সক্রিয় থাকলে স্মার্ট চশমাগুলোর ব্যাটারি সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতে মেটা নতুন স্মার্ট চশমা তৈরি করছে মেটা।