চোখে পড়বে মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনিসহ ছয় গ্রহের অভূতপূর্ব সারি
আগামী কয়েক দিনের মধ্যে আকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্য উন্মোচন হতে চলেছে। এই ঘটনা ‘গ্রহপ্যারেড’ নামে পরিচিত। নক্ষত্রপিয়াসীদের জন্য সারিবদ্ধ ছয়টি গ্রহ অবলোকন করার এক চমৎকার সুযোগ এনে দেবে। নাসার তথ্যমতে, এই দৃশ্য উপভোগের জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই। মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন একসঙ্গে সাজবে আকাশে।
এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে টেলিস্কোপ প্রয়োজন হবে। সূর্যাস্তের ৪৫ মিনিট পর এটি দেখার সেরা সময়।
দক্ষিণ-পশ্চিম আকাশে শুক্র এবং শনির উজ্জ্বল উপস্থিতি দেখা যাবে। দক্ষিণ-পূর্ব আকাশে থাকবে বৃহস্পতি, আর পূর্ব আকাশে দেখা দেবে মঙ্গল। তিন ঘণ্টার এই দৃশ্যপটের শেষে শুক্র ও শনি পশ্চিম আকাশে অস্ত যাবে। শহরের কোলাহল থেকে দূরে, কোনো অন্ধকার জায়গা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে।
এই প্যারেডে শুক্র গ্রহ হবে সবচেয়ে উজ্জ্বল। মঙ্গল তার লাল আভা দিয়ে উজ্জ্বল বাল্বের মতো দেখা দেবে। শনি পশ্চিম আকাশে ছোট্ট বিন্দুর মতো লাগবে, আর বৃহস্পতি দক্ষিণ আকাশে শনির মতোই উজ্জ্বল বিন্দু হয়ে থাকবে।
তবে ইউরেনাস এবং নেপচুন খালি চোখে দেখা যাবে না। এই দুই গ্রহ তাদের দূরত্বের কারণে ছোট উজ্জ্বল বিন্দুর মতো টেলিস্কোপে ধরা দেবে।
এবারের মহাজাগতিক প্যারেডে বুধ গ্রহ অংশ নিচ্ছে না। তবে ফেব্রুয়ারির শেষের দিকে বুধও এই সারিতে যুক্ত হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এই প্যারেড তার শীর্ষে থাকবে, যা মহাজাগতিক ঘটনার অভূতপূর্ব দৃশ্য উপভোগের সেরা সময় হবে।
এ ধরনের বিরল মহাজাগতিক দৃশ্য সাধারণত কয়েক বছর পরপর ঘটে। তাই এই প্যারেড নক্ষত্রপিয়াসী ও সাধারণ দর্শকদের জন্য একটি স্বপ্নময় অভিজ্ঞতা হয়ে উঠবে। এবার প্রস্তুতি নিয়ে আকাশের দিকে চোখ রাখুন এবং গ্রহপ্যারেড উপভোগ করুন!