জাপানে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব: ৫০,০০০ মুরগি নিধন
জাপানের উত্তরাঞ্চলীয় শহর ইওয়াতের একটি খামারে বার্ড ফ্লু প্রাদুর্ভাবের পর ৫০,০০০ মুরগি নিধন শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি চলতি মৌসুমে জাপানের ১৯তম প্রাদুর্ভাব।
এর আগে খামারটি মুরগির মৃত্যুহার বেড়ে যাওয়ার খবর জানালে পরীক্ষায় বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়। ফলে ওই খামারের ৫০,০০০ মুরগি নিধনের কাজ শুরু হয়। এছাড়া তিন কিলোমিটারের মধ্যে ১,৭০,০০০ মুরগির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সঙ্গে ১০ কিলোমিটারের মধ্যে থাকা আরও ৩৮ লাখ মুরগিকে খামারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বলা হয়েছে।
আগের প্রাদুর্ভাব
এর আগেও দেশটির ইওয়াতে ও আইচি শহরে একই ধরনের প্রাদুর্ভাবে যথাক্রমে ১,২০,০০০ এবং ১,৪৭,০০০ মুরগি নিধন করা হয়। এমনকি ডিসেম্বরের শেষ দিকে আরেক শহর ইবারাকিতে ১০ লাখ ৮০ হাজার মুরগি নিধন করা হয়।
আন্তর্জাতিক পরিস্থিতি
শুধু জাপানেই নয়, এশিয়ার বাইরেও বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। যেমন-
যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তার দেশে বার্ড ফ্লু মোকাবিলায় ৩০৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন। এই অর্থ দেশটিতে বার্ড ফ্লু প্রতিরোধ, মনিটরিং এবং H5N1 ভাইরাস মোকাবিলায় গবেষণা কাজে ব্যবহৃত হবে।
যুক্তরাজ্য: যুক্তরাজ্যেও সম্প্রতি একাধিক বার্ড ফ্লু কেস শনাক্ত হয়েছে। এর ফলে সেদেশে সুরক্ষামূলক অঞ্চল ঘোষণা এবং প্রাথমিকভাবে মুরগি নিধন কার্যক্রম শুরু হয়েছে।
জাপান এবং অন্যান্য দেশে বার্ড ফ্লু প্রাদুর্ভাব পরিস্থিতি বর্তমানে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মুরগি নিধনের পাশাপাশি খাদ্য সরবরাহ চক্রেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।